ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় আক্রান্তকে হেয় নয়, মৃতকে সম্মান প্রদর্শনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৬ জুলাই ২০২০

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা বলেছেন, ‘করোনা আক্রান্ত হলে কাউকে যেন আমরা সামাজিকভাবে হেয় না করি। সে বিষয়ের দিকে নজর রাখতে হবে। পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে তার প্রতি যেন আমরা যথাযথ সম্মান প্রদর্শন করি।’

রোববার (২৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আপনারা যেকোনো লক্ষণ, উপসর্গ দেখলেই নমুনা পরীক্ষা করাবেন। কোনো শনাক্ত ব্যক্তির সংস্পর্শে আসলে অবশ্যই নমুনা পরীক্ষা করাবেন। জেলা উপজেলা বিভাগীয় শহরসহ সব পর্যায়ে নমুনা সংগ্রহের ব্যবস্থা আছে। তবে সরকারি যেকোনো বুথ বা হাসপাতালে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ২০০ টাকা দিয়েই নমুনা দিতে হবে। কারও বাসা থেকে নমুনা সংগ্রহ করলে জনপ্রতি ৫০০ টাকা ফি দিতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা সবাই সচেতন থাকুন, সতর্ক থাকুন, নিয়ম মেনে চলুন এবং রোগ প্রতিরোধে সহায়তা করুন।’

স্বাস্থ্য অধিদফতরের এ কর্মকর্তা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৪১টি নমুনা সংগ্রহ ও ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি। নতুন পরীক্ষা করা নমুনায় করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ২৭৫ জনের মধ্যে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫৪ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৯২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২৩ হাজার ৮৮২ জনে।

পিডি/এফআর/এমএস