ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা শনাক্তে ভোলায় ল্যাব চালু

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২৬ জুলাই ২০২০

করোনাভাইরাস শনাক্তে নতুন করে স্থাপন করা হয়েছে আরও একটি আরটি-পিসিআর ল্যাবরেটরি। বরিশালের ভোলায় চালু হয়েছে নতুন এ ল্যাব। এ নিয়ে দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট পরীক্ষাগারের সংখ্যা দাঁড়াল ৮১টি।

রোববার (২৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

তিনি ৮১টি পরীক্ষাগারের তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৪১টি নমুনা সংগ্রহ হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৮টি নমুনা। এর মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২৫৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৯২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জনে।

এমইউ/এফআর/এমকেএইচ