ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় সশস্ত্র বাহিনী পরিবারের ১০৭ জনের মৃত্যু, সুস্থ ৫৬৭৭

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:২০ পিএম, ২৫ জুলাই ২০২০

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনী পরিবারের ১০৭ জন মারা গেছেন। তবে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬৭৭ জন।

শনিবার (২৫ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অদ্যাবধি সশস্ত্র বাহিনীতে কর্মরত বা অবসরপ্রাপ্ত ছয় হাজার ৭৮৩ জন সদস্য বা তাদের পরিবারের ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬৭৭ জন। মৃত্যুবরণ করেছেন ১০৭ জন।

বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন আছেন ৯০৩ জন। এর মধ্যে গত এক সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৫২১ জন এবং ১২ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মারা গেছেন।

বাংলাদেশে করোনা পরিস্থিতি

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৮৭৪ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫২০ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ২১ হাজার ১৭৮ জনে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বৈশ্বিক পরিস্থিতি

গোটা বিশ্বকে এখন মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছয় লাখ ৪৩ হাজারের বেশি। তবে সুস্থ হয়েছেন সাড়ে ৯৭ লাখের মতো রোগী।

এমইউ/বিএ/জেআইএম