ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৮:০১ এএম, ২৮ অক্টোবর ২০১৫

জটিলতার কারণে প্রাথমিকের বই ছাপার কাজ দেরিতে শুরু হলেও বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার রাজধানীর মাতুয়াইলে পাঠ্যপুস্তক ছাপার কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এবার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর জন্য ৩৩ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৭২৪ কপি বই ছাপানো হচ্ছে। মঙ্গলবার (গতকাল) পর্যন্ত মাধ্যমিক ও মাদ্রাসার ৭০ শতাংশ বই উপজেলা পর্যায়ে চলে গেছে। প্রাথমিকের বই গেছে মাত্র ১ শতাংশ।

শিক্ষামন্ত্রী বলেন, কিছুটা জটিলতার কারণে প্রাথমিকের বই ছাপার কাজ একটু দেরিতে শুরু হয়েছে। এ জন্যই তা সরবরাহের সংখ্যা কম। তবে এ মাসের মধ্যে অধিকাংশ বই চলে যাবে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তা তুলে দেয়া যাবে।

প্রাথমিকের বইয়ের মান নিয়ে বিশ্ব ব্যাংকের উদ্বেগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বই ছাপার কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে। এ জন্য ছয়টি কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষাগারে কাগজ পরীক্ষা করা হচ্ছে।

আরএস/এমএস