ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

টেলিমেডিসিনে পৌনে ২ কোটি কল গ্রহণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৩ জুলাই ২০২০

করোনা সংক্রমণের পর থেকে টেলিমেডিসিন সেবা দিয়ে আসছে স্বাস্থ্য অধিদফতর। জাতীয় কল সেন্টার (৩৩৩), স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩) ও আইইডিসিআরের (১০৬৫৫) হটলাইন নম্বরে এ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে তারা। করোনাসহ বিভিন্ন রোগে মানুষ মোবাইলে এসব নম্বরে কল করে স্বাস্থ্যসেবা নিচ্ছেন। স্বাস্থ্য অধিদফতর এসব নম্বরে এ পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ১০ হাজার ৪৫০ ফোন কল গ্রহণ করেছে। এর মধ্যে করোনা সংক্রান্ত সেবা দিয়েছে এক লাখ ১৫ হাজার ৯৭৫ ফোন কলে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্বাস্থ্য বাতায়নে গত ২৪ ঘণ্টায় ফোন গ্রহণ করা হয়েছে ১৫ হাজার ৭১২টি এবং এ পর্যন্ত মোট ফোন গ্রহণ করা হয়েছে ৭৪ লাখ ১ হাজার ৪০৪টি। জাতীয় কল সেন্টারে ২৪ ঘণ্টায় ফোন গ্রহণ করা হয়েছে ৭১ হাজার ৭১৬টি। একই সময়ে আইইডিসিআরের হটলাইন নম্বরে ফোন গ্রহণ করা হয়েছে ৬৩৯টি। গত ২৪ ঘণ্টায় মোট ফোন গ্রহণ করা হয়েছে ৮৮ হাজার ৬৭টি। এ পর্যন্ত স্বাস্থ্য বাতায়ন, জাতীয় কল সেন্টার ও আইইডিসিআরের ফোনে ফোন গ্রহণ করা হয়েছে এক কোটি ৭৩ লাখ ১০ হাজার ৪৫০টি।

তিনি আরও বলেন, ‘২৪ ঘণ্টায় করোনা সংক্রান্ত স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন চার হাজার ৪৪১ জন। টেলিমেডিসিনে এ পর্যন্ত করোনা স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন এক লাখ ১৫ হাজার ৯৭৫ জন।’

এর আগে বুধবার (২২ জুলাই) নাসিমা সুলতানা বলেছিলেন, ‘জাতীয় কল সেন্টারে শুধু করোনা বিষয়ক নয়, সাধারণ যে কোনো স্বাস্থ্য বিষয়ক ফোন গ্রহণ এবং পরামর্শ দেয়া হয়।’

টেলিমেডিসিন সেবায় প্রতিদিন দুই শিফটে ৩৫ চিকিৎসক এবং ১০ স্বাস্থ্য তথ্য কর্মকর্তা মিলে মোট ৯০ জন টেলিমেডিসিনে করোনা সংক্রান্ত স্বাস্থ্যসেবা দিচ্ছেন বলেও ব্রিফিংয়ে জানান নাসিমা সুলতানা।

পিডি/এএইচ/এমকেএইচ