পানি ব্যবহারে সকলকে সতর্ক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পানির ব্যবহারে দেশের সকল নাগরিককে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার হোটেল সোনারগাঁওয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সিগঞ্জের পানি শোধনাগার উদ্বোধন শেষে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি মানুষের নিত্য-নৈমিত্তিক বিভিন্ন কাজে যেমন- সেভ, গোসল, কাপড় ধোয়া, থালা-বাসন মাজা ইত্যাদি কাজে পানি ব্যবহারে সতর্ক হওয়ার জন্য বিভিন্ন ‘বাস্তব ধর্মী’ উদাহরণ তুলে ধরেন। এতে খরচ কমবে বলে জানান তিনি। এছাড়া পানি ও পয়ঃনিষ্কাশনে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বুড়িগঙ্গার পানি দূষণ রোধে তার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী এ সময় পথে দুর্ঘটনা ঘটলেই চালককে পেটানোর মানসিকতা পরিহারের জন্যও মানুষের দৃষ্টি আকর্ষণ করেন।
এসএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক