ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিউইয়র্কে হাসপাতালে ভর্তি ড. ইউনূস

প্রকাশিত: ০৪:৫২ এএম, ২৮ অক্টোবর ২০১৫

মেরুদণ্ডে অস্ত্রোপচারের জন্য শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কোমরে প্রচণ্ড ব্যথা অনুভূত হলে উন্নত চিকিৎসার জন্য রোববার রাতে বাংলাদেশ থেকে আমেরিকা যান ড. ইউনুস। আগামীকাল বৃহস্পতিবার তার মেরুদণ্ডে অস্ত্রোপচার হতে পারে বলে ড. ইউনূসের একাধিক ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমানবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে থাকা একজন সহকারী পুলিশ কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে ড. ইউনূস এয়ার এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।

সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছে ড. ইউনূস চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন বলে জানা গেছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বিমানে ওঠার সময় ড. ইউনূসকে শারীরিকভাবে খুবই দুর্বল মনে হচ্ছিল। তিনি একজনের কাঁধে ভর দিয়ে বিমানে ওঠেন।

আগামী ৪ নভেম্বর এই নোবেল বিজয়ীর জার্মানির বার্লিনে ‘সেভেন্থ গ্লোবাল সোশ্যাল বিজনেস ২০১৫’-এর পূর্বনির্ধারিত একটি সম্মেলনে যোগদানের কথা রয়েছে। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় এ সম্মেলনে তার যোগদানের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানা গেছে।

জেডএইচ/এমএস