প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার হলেন গোর্কি
ফটোসাংবাদিক এস এম গোর্কিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিনিয়র ফটোগ্রাফার এবং আফরোজা বিনতে মনসুরকে (গাজী লিপি) অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে।
তাদের এ নিয়োগ দিয়ে বুধবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
আলোকচিত্রী এম এম গোর্কিকে বেতন স্কেলের গ্রেড-৫ এর সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার পদে চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে।
অন্যদিকে আফরোজা বিনতে মনসুর গ্রেড-৯ এর সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন।
প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের নিয়োগ কার্যকর থাকবে বলে আদেশে বলা হয়েছে।
উল্লেখ্য, এস এম গোর্কি দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান ফটোসাংবাদিক ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ভয়ঙ্কর গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি। খুব কাছ থেকে দেখেছেন সেদিনের বীভৎসতা।
আরএমএম/এসএইচএস/পিআর