ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সৌদি থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:২০ পিএম, ২২ জুলাই ২০২০

কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে আটকে পড়া ৪১৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার সকালে সৌদির দাম্মাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, সৌদিফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদেরও কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

এআর/এনএফ/এমকেএইচ