মাদকবিরোধী অভিযানে ৭ দিনে গ্রেফতার ২৫৩০
মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে দেশব্যাপী নিয়মবত মাদকবিরোধী অভিযান চলছে। অভিযানে সারাদেশে গত ৭ দিনে ১ হাজার ৭১৪টি মামলায় ২ হাজার ৫৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা।
তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলছে। আইজিপির প্রাধিকারভুক্ত কার্যতালিকায় মাদকমুক্তি একটি অন্যতম প্রায়োরিটি। সেই ধারাবাহিকতায় মাত্র ৭ দিনে ১৭১৪টি মামলায় ২ হাজার ৫৩০ জন মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার হয়েছে।
চলতি মাসে ১২ থেকে ১৮ জুলাই পর্যন্ত পরিসংখ্যান তুলে ধরে সোহলে রানা বলেন, পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক দায়ের করা এসব মামলায় ৩ লাখ ২ হাজার ২৫৯ পিস ইয়াবা, ৫ হাজার ৮ ৪৯ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪৬২ গ্রাম হেরোইন, ৮২০ কেজি গাঁজা, ২৬৮২ লিটার দেশি মদ এবং ২৯১ বোতল বিদেশি মদ উদ্ধার হয়েছে। মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল করা হচ্ছে বলেও জানান সোহেল রানা।
জেইউ/এমএসএইচ/জেআইএম