ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভাঙা রাস্তায় হাঁটু পানি, দুর্ভোগে চালক-যাত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২০ জুলাই ২০২০

দুপুর আড়াইটা। রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে মালিবাগ শাজাহানপুর রোডে দীর্ঘ যানজট। স্থির হয়ে বসে আছে গাড়ি। দু-একটা সামনে এগোচ্ছে, কিন্তু রাস্তা পার হতে গিয়ে বিপাকে পড়ছেন চালক। কারণ একদিকে রাস্তা ভাঙা, অন্যদিকে জমে আছে পানি। ভাঙা রাস্তা পার হতে গিয়ে আটকে যাচ্ছে গাড়ি। ফলে যাত্রী-চালকদের অনেকেই বাধ্য হয়ে হাঁটু সমান পানিতে নেমে ঠেলছেন গাড়ি। এ রাস্তা পার হতে গিয়ে বিশেষ করে মোটরসাইকেল ও রিকশা চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

খানাখন্দে ভরা রাস্তা, জলাবদ্ধতার কারণে সকাল থেকেই দুর্ভোগে পড়েছেন মতিঝিল, শাহজাহানপুর, ফকিরাপুল, শান্তিনগর যাত্রী, পথচারী, সাধারণ মানুষ ও গাড়ি চালকরা।

এদিকে গত রাত থেকে আজ সকাল পর্যন্ত মৌসুমি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে, মূল সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকে দুর্ভোগে পড়েন কাজে বের হওয়া মানুষ। অনেক স্থানে রাস্তা ও ফুটপাত তলিয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

road-3

বৃষ্টির পানিতে ডুবে গেছে নিউমার্কেট। নিউমার্কেট এলাকায় রাস্তার উপর প্রায় এক ফুট পরিমাণ পানি জমেছে। ডুবেছে ধানমন্ডি এলাকার বিভিন্ন সড়কও। এখন পর্যন্ত এসব এলাকায় জমে থাকা পানি সম্পূর্ণ নামেনি

শাহজাহানপুর মোড়ে যানজটে বসে থাকা বলাকা পরিবহনের চালক আজিজ বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে বসে আছি, গাড়ি যাচ্ছে না। রাজারবাগ পুলিশ লাইন্সের রাস্তা কাটা, আবার বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় গাড়ি আটকে আছে।’

road-1

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে এমনিতেই যাত্রী কম। তার ওপর যানজটে আরও কমে গেছে; যাত্রী থাকুক আর না থাকুক দিনশেষে তো আমাদের গাড়ির জমা দিতে হয়। আজকে পুরাই ধরা।’

ক্ষোভ প্রকাশ করে এই চালক বলেন, ‘এত দিন সবকিছু বন্ধ ছিল, রাস্তাঘাট ঠিক করেনি। এখন চালু হওয়ার পর ঠিক করা শুরু হয়েছে, তার মানে মানুষের ভোগান্তি। ঝুঁকি নিয়ে পানি পার হতে হচ্ছে, কোনোভাবে গাড়ি উল্টে গেলে শুধু আমি না, অনেক যাত্রী দুর্ঘটনার শিকার হবেন।’

road-4

এদিকে বৃষ্টির পানি ও ভাঙা রাস্তায় আটকে যায় আশিকের মোটরসাইকেলের চাকা। পরে বাধ্য হয়ে হাঁটু পানিতে নেমেই মোটরসাইকেল উঠাতে হলো। এ সময় ক্ষোভ প্রকাশ করে আশিক বলেন, কত বড় বড় প্রজেক্ট করছে সরকার অথচ রাজধানীর প্রাণকেন্দ্রে জলাবদ্ধতা দূর করার কোনো পদক্ষেপ নেই। উন্নয়ন এখন পানির নিচে চলে গেছে।

রিকশাচালক আল-আমিন বলেন, ‘ঝুঁকি নিয়ে ভাঙা রাস্তা পার হইলাম। এখানে হাঁটু পানি, সামনে যে কী অবস্থা আল্লাহ ভালো জানেন। শুধু এখানে নয়, ঢাকার অনেক রাস্তা আজ পানিতে ডুবে আছে।’

road-5

এদিকে বাসে বসে থাকা এক যাত্রী বলেন, ‘পুলিশ লাইন্সের মতো গুরুত্বপূর্ণ ভবনের সামনে বৃষ্টির পানি জমে আছে। রাস্তাজুড়ে জলাবদ্ধতা, একটা গাড়ি চলাচলের কোনো উপায় নেই। মেয়র আর দায়িত্বশীল লোকেরা এগুলো দেখেন না। মালিবাগ থেকে বাসে উঠেছি আধা ঘণ্টা হয়ে গেল এখন পর্যন্ত শাহজাহানপুর মোড় পার হতে পারলাম না। যাত্রাবাড়ী যাব কখন, কে জানে?’

সোমবার আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, সকাল ৯টা পর্যন্ত রাজধানী ঢাকায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এসআই/এফআর/পিআর

টাইমলাইন

  1. ০৯:২৪ পিএম, ২১ জুলাই ২০২০ যানজট আর ঘিঞ্জির নবাবপুরে থৈ থৈ পানি
  2. ০৭:১৭ পিএম, ২১ জুলাই ২০২০ মিরপুরে মূল সড়ক-অলিগলি জলাবদ্ধ, চরম ভোগান্তি
  3. ০৫:৫৯ পিএম, ২১ জুলাই ২০২০ ‘রাস্তাটুকু পার হয়ে কাপড় চেঞ্জ করে অফিসে যেতে হয়’
  4. ০৪:৩৮ পিএম, ২১ জুলাই ২০২০ দিনভর থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে নগরজীবন
  5. ০৪:৩১ পিএম, ২১ জুলাই ২০২০ কারওয়ান বাজারে পানিতে ভাসছে কুমড়া-কলা-বেগুন
  6. ০৩:৩৭ পিএম, ২১ জুলাই ২০২০ নিউমার্কেটের রাস্তায় ভাসছে ময়লা, ভোগান্তিতে পথচারীরা
  7. ০৫:১৯ পিএম, ২০ জুলাই ২০২০ সেবা সংস্থার অপরিকল্পিত উন্নয়নই নগরবাসীর ভোগান্তি
  8. ০৫:১৮ পিএম, ২০ জুলাই ২০২০ ভাঙা রাস্তায় হাঁটু পানি, দুর্ভোগে চালক-যাত্রী
  9. ০৪:০১ পিএম, ২০ জুলাই ২০২০ বৃষ্টি হলেই জমে হাঁটু পানি
  10. ০৩:২০ পিএম, ২০ জুলাই ২০২০ মিরপুরের প্রধান সড়ক পানিবন্দি, ভোগান্তিতে এলাকাবাসী
  11. ০৩:০০ পিএম, ২০ জুলাই ২০২০ ডুবে গেছে নিউমার্কেট
  12. ০২:৫৩ পিএম, ২০ জুলাই ২০২০ সকাল গড়িয়ে দুপুর, পানি নামেনি ধানমন্ডিতে
  13. ০১:০১ পিএম, ২০ জুলাই ২০২০ বৃষ্টিতে ডুবেছে রাজপথ, কোমর পানিতে রিকশা-ভ্যান
  14. ১২:৩১ পিএম, ২০ জুলাই ২০২০ রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, মানুষের ভোগান্তি
  15. ১২:০৮ পিএম, ২০ জুলাই ২০২০ বাসার নিচতলায়-দোকানপাটে বৃষ্টির পানি