ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাহেদের এনআইডি কার্ড ব্লক করে দেয়া হয়েছে : ইসি সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১১ পিএম, ২০ জুলাই ২০২০

জাতীয় পরিচয়পত্রে নিজের নাম সংশোধন করে ‘সাহেদ করিম’ থেকে ‘মোহাম্মদ সাহেদ’ করায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। সোমবার (২০ জুলাই) বিকেলে ৬৬তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সচিব বলেন, সাহেদের নাম পরিবর্তন জালিয়াতির সাথে ইসির কারা জড়িত, খুঁজে বের করতে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রমাণসাপেক্ষে সাহেদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

জানা যায়, সাহেদের আসল নাম সাহেদ করিম, বাবার নাম সিরাজুল করিম, মা- মৃত সুফিয়া করিম। কিন্তু এখন তিনি যে এনআইডি ব্যবহার করছেন, সেখানে তার নাম মোহাম্মদ সাহেদ। ২০০৮ সালের ২৫ আগস্ট সাহেদের নামে যে জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল, তার নম্বর ছিল ২৬৯২৬১৮১৪৫৮৮৫। এখন তার নামে থাকা স্মার্ট এনআইডির নম্বর ৮৬৫০৪০৬১৮৭।

সাহেদ ২০১৯ সালে তার এনআইডি সংশোধন করার সময় জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, পাসপোর্টের কপি এবং ‘ও’ লেভেলের সার্টিফিকেট জমা দেন। এনআইডির তথ্য সংশোধনে তার নাম সাহেদ করিম থেকে মোহাম্মদ সাহেদ হয়। অথচ এখন জানা যায় তিনি এসএসসি পাস।

এর আগে এনআইডি উইংয়ের অফিসার ইনচার্জ (কমিউনিকেশনস) স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান সাংবদিকদের বলেন, মোহাম্মদ সাহেদ এনআইডিতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক দিয়েছেন। কিন্তু পরিচয়পত্রের জন্য সব সময় এসএসসি ও সমমানের সনদ দেখাতে হয়। উনি এখানে ক্যামব্রিজের ‘ও’ লেভেল সার্টিফিকেট দিয়েছেন। সেটা যাচাই করা সম্ভব হয়নি। তবে নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধন ও পাসপোর্টের তথ্য যাচাই করে সঠিক পাওয়ায় এনআইডির তথ্য সংশোধন করা হয়েছে।

এসব ব্যাপারে জানতে চাইলে সোমবার ইসি সচিব জানান, এনআইডি মহাপরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। সাহেদ বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ দিয়ে নাম পরিবর্তন করেছেন।

তিনি বলেন, আমরা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখব প্রকৃত ঘটনা কী। এরপর তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার সংশোধিত এনআইডি বাতিল করা হবে। এছাড়া তার বিরুদ্ধে মামলা করা হবে। আমরা ইতোমধ্যে এ ধরনের ঘটনায় অনেকের বিরুদ্ধে মামলা করেছি। অনেকে শাস্তিও পেয়েছেন।

সচিব বলেন, সাহেদ প্রথমে যখন এনআইডি করেছিলেন, সেখানে তার নাম ছিল সাহেদ করিম। পরে তিনি এটি সংশোধন করে মোহাম্মদ সাহেদ হয়ে যান। প্রথমে তার জন্ম সাল ছিল ২ জুন ১৯৭৮। পরে তিনি সেটা ১৯৭৫ সালের ২ জুলাই করে নেন। আবার এর স্বপক্ষে তিনি ‘ও’ লেভেলের কাগজপত্র দাখিল করেন।

ইসি সচিব বলেন, আমাদের মাঠ পর্যায়ের কেউ হয়তো সহায়তা করতে পারে। তিনি তো মহাপ্রতারক আপনারাই বলছেন। কাজেই যেকোনো প্রতারণার আশ্রয় তিনি নিতে পারেন। আমরা তদন্ত করে দেখছি। আমাদের কেউ যদি তার এনআইডি সংশোধন সংক্রান্ত জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত থাকে, তবে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বেশকিছু ঘটনায় আমরা আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি।

তিনি আরও বলেন, কারো এনআইডি ব্লক করে দেওয়া হলে, তিনি এনআইডিনির্ভর সব সেবা আর পান না। কেননা, সেবাদানকারী প্রতিষ্ঠান এনআইডি যাচাই করতে গেলে সে এনআইডির অস্তিত্ব খুঁজে পাবে না।

এইচএস/এসএইচএস/জেআইএম

টাইমলাইন

  1. ০১:৪৫ পিএম, ১৮ আগস্ট ২০২০ বুকে ব্যথা : বিএসএমএমইউতে চিকিৎসা চলছে সাহেদের
  2. ০৮:১২ পিএম, ৩০ জুলাই ২০২০ সাহেদের অস্ত্র মামলার চার্জশিট
  3. ০৫:৪৫ পিএম, ৩০ জুলাই ২০২০ যেখান থেকে গ্রেফতার সেখানে সাহেদ
  4. ০৮:২৯ পিএম, ২৭ জুলাই ২০২০ ১০ দিনের রিমান্ডে খুলনায় সাহেদ
  5. ০৯:৪৪ পিএম, ২৫ জুলাই ২০২০ একজনের কাছ থেকেই দেড় কোটি টাকা মেরে দেন সাহেদ
  6. ০১:১৭ পিএম, ২৩ জুলাই ২০২০ সাহেদকে ডিবি থেকে র‌্যাবে হস্তান্তর
  7. ১২:৩২ পিএম, ২২ জুলাই ২০২০ সাহেদের মামলা বহু, সাজা কম
  8. ০৯:৫১ পিএম, ২১ জুলাই ২০২০ করোনার ভুয়া রিপোর্ট: সাহেদের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর
  9. ০৯:৩৫ পিএম, ২১ জুলাই ২০২০ রিমান্ডে থাকা সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
  10. ০৯:৩০ পিএম, ২১ জুলাই ২০২০ রিমান্ডে থাকা সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
  11. ০৮:৫০ পিএম, ২১ জুলাই ২০২০ মেট্রোরেলের ৭৬ কর্মীর ভুয়া করোনা রিপোর্ট, সাহেদের বিরুদ্ধে মামলা
  12. ০৫:১২ পিএম, ২১ জুলাই ২০২০ সাহেদসহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করবে দুদক
  13. ০৫:০৯ পিএম, ২১ জুলাই ২০২০ সাহেদের মামলা তদন্তের দায়িত্ব পেল র‍্যাব
  14. ০৫:১১ পিএম, ২০ জুলাই ২০২০ সাহেদের এনআইডি কার্ড ব্লক করে দেয়া হয়েছে : ইসি সচিব
  15. ০৬:৪০ পিএম, ১৯ জুলাই ২০২০ রিজেন্টের এমডি মাসুদের ভায়রা কারাগারে
  16. ০৪:০৩ পিএম, ১৯ জুলাই ২০২০ ১৪০ ফোনকল-ই-মেইলে র‌্যাবের কাছে সাহেদের বিরুদ্ধে অভিযোগ
  17. ০১:৪১ পিএম, ১৯ জুলাই ২০২০ বিদেশে থেকেও অনেক সাহেদ ভূমিকা পালন করছে
  18. ১২:১৯ পিএম, ১৯ জুলাই ২০২০ সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল
  19. ১২:১৩ পিএম, ১৯ জুলাই ২০২০ সাহেদকে নিয়ে মধ্যরাতে অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার
  20. ০১:৪৬ পিএম, ১৮ জুলাই ২০২০ ‘বিপণনের জন্য’ জাল টাকা সংগ্রহ করেন সাহেদ
  21. ১১:০৬ এএম, ১৮ জুলাই ২০২০ রিজেন্ট গ্রুপের এমডি মাসুদের বিরুদ্ধে প্রতারণা মামলা
  22. ০৯:৪৯ এএম, ১৮ জুলাই ২০২০ সাহেদকাণ্ডে ক্ষুব্ধ শেখ হাসিনা
  23. ০৮:৫০ পিএম, ১৭ জুলাই ২০২০ সাহেদের মতো ‘দুধের মাছি’দের নিয়ে অধিক সতর্ক আ.লীগ
  24. ১১:০১ এএম, ১৭ জুলাই ২০২০ সাহেদের গোপন কার্যালয়ে জাল টাকা : প্রতিবেদন ৭ সেপ্টেম্বর
  25. ১০:১৫ পিএম, ১৬ জুলাই ২০২০ ক্লিন ইমেজ দাবি করা সাহেদ মূলত পাষণ্ড প্রকৃতির!
  26. ০৩:০৬ পিএম, ১৬ জুলাই ২০২০ সাহেদের গোপন কার্যালয়ে জাল টাকা, র‌্যা‌বের মামলা
  27. ০২:৩০ পিএম, ১৬ জুলাই ২০২০ ব্যাংকের ঋণ নিয়ে ফেরত দেন না সাহেদ
  28. ০২:২৩ পিএম, ১৬ জুলাই ২০২০ প্রতারণার কথা স্বীকার করেছেন সাহেদ : ডিবি
  29. ১২:২৮ পিএম, ১৬ জুলাই ২০২০ কাঠগড়ায় কাঁদলেন সাহেদ, বললেন করোনা আক্রান্ত তিনি
  30. ১১:০৫ এএম, ১৬ জুলাই ২০২০ সাহেদ-মাসুদ ১০ দিনের রিমান্ডে, তরিকুল সাত দিনের
  31. ১০:৪৪ এএম, ১৬ জুলাই ২০২০ সাহেদ ও তার দুই সহযোগীর ১০ দিনের রিমান্ড চায় ডিবি
  32. ১০:৩৫ এএম, ১৬ জুলাই ২০২০ সাহেদকে আদালতে নেয়া হয়েছে
  33. ০৯:৫৬ এএম, ১৬ জুলাই ২০২০ সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরায় অস্ত্র আইনে মামলা
  34. ১২:২৯ এএম, ১৬ জুলাই ২০২০ চার ব্যাংক থেকে সাহেদ সংশ্লিষ্ট নথি তলব করেছে দুদক
  35. ১১:৫৩ পিএম, ১৫ জুলাই ২০২০ সাজা পরোয়ানা মাথায় নিয়ে ১০ বছর ধরে ঘুরে বেড়িয়েছেন সাহেদ
  36. ০৮:৩৯ পিএম, ১৫ জুলাই ২০২০ সাহেদকে ১০ দিনের রিমান্ডে চাইবে ডিবি
  37. ০৭:৪৬ পিএম, ১৫ জুলাই ২০২০ পাওনা টাকা চাইলেই মেরে ফেলার হুমকি দিত সাহেদ
  38. ০৬:৩২ পিএম, ১৫ জুলাই ২০২০ স্বাস্থ্য পরীক্ষা শেষে ডিবি কার্যালয়ে সাহেদ
  39. ০৬:২১ পিএম, ১৫ জুলাই ২০২০ ঢামেকে সাহেদকে এতটুকুও বিচলিত দেখা যায়নি!
  40. ০৫:৩৫ পিএম, ১৫ জুলাই ২০২০ সাহেদ ঢামেক হাসপাতালে
  41. ০৪:২৮ পিএম, ১৫ জুলাই ২০২০ সাহেদের প্রতারণায় ভুক্তভোগীদের সহায়তা দিচ্ছে র‍্যাব
  42. ০১:৫১ পিএম, ১৫ জুলাই ২০২০ আবারও সদর দফতরে সাহেদ, দুপুরে সংবাদ সম্মেলন র‍্যাবের
  43. ১২:৩৩ পিএম, ১৫ জুলাই ২০২০ সাহেদকে নিয়ে অভিযানে র‌্যাব
  44. ১২:২৭ পিএম, ১৫ জুলাই ২০২০ উত্তরায় একটি ভবন ঘিরে রেখেছে র‍্যাব
  45. ১১:৩৯ এএম, ১৫ জুলাই ২০২০ বারবার অবস্থান বদলেছেন সাহেদ
  46. ১০:৫৬ এএম, ১৫ জুলাই ২০২০ এলাকাবাসী মারতে চেয়েছিলেন সাহেদকে
  47. ১০:২৪ এএম, ১৫ জুলাই ২০২০ র‍্যাব সদর দফতরে সাহেদ
  48. ১০:২০ এএম, ১৫ জুলাই ২০২০ কাউকে ছাড় দেয়া হচ্ছে না, বলেছিলেন সাহেদ
  49. ১০:১৫ এএম, ১৫ জুলাই ২০২০ মোটা হওয়ায় দৌড়াতে পারেননি সাহেদ
  50. ০৯:২২ এএম, ১৫ জুলাই ২০২০ প্রত্যক্ষদর্শীর বর্ণনা : যেভাবে গ্রেফতার হলেন সাহেদ
  51. ০৯:০৫ এএম, ১৫ জুলাই ২০২০ ঢাকায় আনা হয়েছে সাহেদকে
  52. ০৮:৫৮ এএম, ১৫ জুলাই ২০২০ ছদ্মবেশে সীমান্ত পেরিয়ে ভারতে যেতে চাচ্ছিলেন সাহেদ
  53. ০৮:২৮ এএম, ১৫ জুলাই ২০২০ বোরকা পরিহিত সাহেদকে নর্দমা থেকে টেনে বের করে র‌্যাব
  54. ০৭:০৫ এএম, ১৫ জুলাই ২০২০ র‍্যাবের হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে সাহেদকে
  55. ০৬:৫১ এএম, ১৫ জুলাই ২০২০ যেসব কুকর্মে গ্রেফতার সাহেদ
  56. ০৬:২৯ এএম, ১৫ জুলাই ২০২০ সাহেদ গ্রেফতার