ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বৃষ্টি হলেই জমে হাঁটু পানি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০১ পিএম, ২০ জুলাই ২০২০

রাজধানীর অভিজাত এলাকার মধ্যে অন্যতম ধানমন্ডি। এই এলাকার অধিকাংশ রোডেই জলাবদ্ধতা খুব একটা চোখে পড়ে না। তবে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড থেকে হাজারিবাগ ও ট্যানারি মোড় যাওয়ার রাস্তায় অল্প বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা । এ রাস্তার এক থেকে দেড় কিলোমিটারে অল্প বৃষ্টিতেই জমে যায় হাঁটু পানি, কোথাওবা তার চেয়েও বেশি। ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

সোমবার (২০ জুলাই) ওই রাস্তায় সরেজমিনে গিয়ে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। রাত থেকে শুরু হয়ে সকাল ৯টায় বৃষ্টি থামলেও দুপুর ১টা পর্যন্ত ওই রাস্তায় কোথাও হাঁটু আবার কোথাও তার চেয়েও বেশি জলাবদ্ধতা দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড থেকে হাজারিবাগ দিকে ঢুকতেই শুরু হয়েছে জলাবদ্ধতা। বাসস্ট্যান্ড থেকে হাজারিবাগের দিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত রাস্তায় জমে রয়েছে হাঁটু পানি। এছাড়া এ রাস্তা দিয়েই পুরোনো জিগাতলা কাঁচাবাজারের দিকে প্রায় এক কিলোমিটারে কোথাও আধ হাঁটু আবার কোথাও হাঁটুর চেয়েও বেশি পানি জমে থাকতে দেখা গেছে।

logging

এ রাস্তা দিয়ে বাস চলাচল না করলেও হিউম্যান হলার, রিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজিসহ অন্যান্য যানবাহনে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। হাঁটু পরিমাণ ময়লা পানিতে কাপড় নাষ্টসহ আছাড় খাওয়ার তিক্ত অভিজ্ঞতা নিয়েই এ রাস্তায় নিত্য যাতায়াত এলাকাবাসীর। কারণ হাজারিবাগ, ট্যানারি মোড়সহ রায়ের বাজার টালি অফিসের বাসিন্দাদের জন্য এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই।

জলাবদ্ধাতার বিষয়ে জানতে চাইলে জিগাতলা পুরোনো কাঁচাবাজার এলকার বাসিন্দা পিন্টু ইসলাম জাগো নিউজকে বলেন, এ রাস্তায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। আর সকালের দিকে বৃষ্টি হলে এ জলবদ্ধতা থেকে যায় সারাদিন। এ এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো নয়। একটা পাম্প থাকলেও সেটা অধিকাংশ সময় বন্ধ থাকে। এর জন্য যে তেল রবাদ্দ থাকে তা চুরি হয়ে যায়।

তিনি আরও বলেন, গত পাঁচ থেকে ছয় বছর যাবৎ এ সমস্যা রয়েছে। কাউকে সংস্কারের কথা বলে কাজ হয়নি। তবে এতদিন পর এই বর্ষা মৌসুমে স্যুয়ারেজ ব্যবস্থা ঠিক করার কাজ শুরু হয়েছ। এতে আজ জলাবদ্ধতা আরও বেড়েছে।

logging

এ প্রসঙ্গে রিকশাচালক জাহিদুল ইসলাম বলেন, এ রাস্তায় অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। এতে যাত্রীদের নিয়ে যেতে খুব কষ্ট হয়। বিশেষ করে নারী যাত্রী কোথাও নামতে চাইলে খুবই বিব্রতকর অবস্থায় পড়তে হয় তাদের।

এদিকে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, সকাল ৯টা পর্যন্ত রাজধানী ঢাকায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এমইউএইচ/এমএফ/জেআইএম

টাইমলাইন

  1. ০৯:২৪ পিএম, ২১ জুলাই ২০২০ যানজট আর ঘিঞ্জির নবাবপুরে থৈ থৈ পানি
  2. ০৭:১৭ পিএম, ২১ জুলাই ২০২০ মিরপুরে মূল সড়ক-অলিগলি জলাবদ্ধ, চরম ভোগান্তি
  3. ০৫:৫৯ পিএম, ২১ জুলাই ২০২০ ‘রাস্তাটুকু পার হয়ে কাপড় চেঞ্জ করে অফিসে যেতে হয়’
  4. ০৪:৩৮ পিএম, ২১ জুলাই ২০২০ দিনভর থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে নগরজীবন
  5. ০৪:৩১ পিএম, ২১ জুলাই ২০২০ কারওয়ান বাজারে পানিতে ভাসছে কুমড়া-কলা-বেগুন
  6. ০৩:৩৭ পিএম, ২১ জুলাই ২০২০ নিউমার্কেটের রাস্তায় ভাসছে ময়লা, ভোগান্তিতে পথচারীরা
  7. ০৫:১৯ পিএম, ২০ জুলাই ২০২০ সেবা সংস্থার অপরিকল্পিত উন্নয়নই নগরবাসীর ভোগান্তি
  8. ০৫:১৮ পিএম, ২০ জুলাই ২০২০ ভাঙা রাস্তায় হাঁটু পানি, দুর্ভোগে চালক-যাত্রী
  9. ০৪:০১ পিএম, ২০ জুলাই ২০২০ বৃষ্টি হলেই জমে হাঁটু পানি
  10. ০৩:২০ পিএম, ২০ জুলাই ২০২০ মিরপুরের প্রধান সড়ক পানিবন্দি, ভোগান্তিতে এলাকাবাসী
  11. ০৩:০০ পিএম, ২০ জুলাই ২০২০ ডুবে গেছে নিউমার্কেট
  12. ০২:৫৩ পিএম, ২০ জুলাই ২০২০ সকাল গড়িয়ে দুপুর, পানি নামেনি ধানমন্ডিতে
  13. ০১:০১ পিএম, ২০ জুলাই ২০২০ বৃষ্টিতে ডুবেছে রাজপথ, কোমর পানিতে রিকশা-ভ্যান
  14. ১২:৩১ পিএম, ২০ জুলাই ২০২০ রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, মানুষের ভোগান্তি
  15. ১২:০৮ পিএম, ২০ জুলাই ২০২০ বাসার নিচতলায়-দোকানপাটে বৃষ্টির পানি