ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তিন শিল্প গ্রুপ, এক ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা স্বাস্থ্য অধিদফতরের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২০ জুলাই ২০২০

চট্টগ্রাম বিভাগে সেবা প্রদানকারী করোনা হাসপাতাল ও প্রতিষ্ঠানগুলোয় সহযোগিতা করায় তিন শিল্প প্রতিষ্ঠান এবং একটি ট্রাস্টকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানগুলো হলো : এস আলম গ্রুপ, ইস্পাহানি গ্রুপ, আবুল খায়ের গ্রুপ ও ভাষাবিদ এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট।

সোমবার (২০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘প্রথমেই চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার ভাষাবিদ এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্ল্যান্ট স্থাপন হয়েছে। এই প্রতিষ্ঠান তিনটি হাইফ্লো নেজাল ক্যানলা অনুদান দিয়েছে। চাঁদপুরের ভাষাবিদ এম এ ওয়াদুদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তিনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পিতা।’

গ্রুপগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাসিমা সুলতানা বলেন, এস আলম গ্রুপের অর্থায়নে চট্টগ্রামে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৮৫ লাখ টাকা খরচে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সংযোজন করা হয়েছে। বাংলাদেশের করোনার প্রদুর্ভাবের শুরু থেকে শিল্প গ্রুপটি চট্টগ্রামের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে খণ্ড খণ্ডভাবে সুরক্ষা সরঞ্জাম সামগ্রী, এয়ার কন্ডিশন ও হাইফ্লো নেজাল ক্যানলা প্রদান করে আসছে। সর্বশেষ ১৭ জুলাই শিল্প গ্রুপটি ঢাকা ও চট্টগ্রামে সরকারি-বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে স্থাপিত অস্থায়ী ফিল্ড হাসপাতাল, আইসোলেশন সেন্টারগুলোয় ১০০টি হাইফ্লো নেজাল ক্যানলা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কক্সবাজারের ২৫০ শয্যার হাসপাতালের দু’টি অ্যাম্বুলেন্স প্রদান করেছে। অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ এস আলম গ্রুপকে।

ইস্পাহানি গ্রুপের অর্থায়নে চট্টগ্রামের ফৌজারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকসিয়াস ডিজিজেসের করোনা ইউনিটে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সংযোজন করা হয়। যা ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা তাদেরকে।

আবুল খায়ের গ্রুপের উদ্যোগে নিজস্ব অক্সিজেন থেকে সরকারি করোনা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে শূন্য হয়ে যাওয়া অক্সিজেন সিলিন্ডারে নিয়মিত বিনামূল্যে পুনঃভর্তি করে দেয়া হচ্ছে। তাছাড়া বাংলাদেশে করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই শিল্প গ্রুপটি চট্টগ্রামের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে খণ্ড খণ্ডভাবে সুরক্ষা সামগ্রী সরবরাহ করছে।

নাসিমা সুলতানা আরও বলেন, ‘এসব শিল্প গ্রুপ ছাড়াও দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, দানশীল ব্যক্তি ও সামাজিক সংগঠনের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের বেশকিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোমধ্যেই সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সংযোজন করা হয়েছে। নিয়মিত সুরক্ষা সরঞ্জামসহ দায়িত্ব পালনরত স্বাস্থ্যকর্মীদের জন্য খাবার প্রদান করা হচ্ছে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সকলের সমন্বিত চেষ্টায়, সবার অংশগ্রহণে এই মহামারি আমরা মোকাবিলা করছি। আমরা এই মহামারি থেকে নিশ্চয় মুক্তি পাবো।’

পিডি/এসএইচএস/এমএস