ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিরপুরের প্রধান সড়ক পানিবন্দি, ভোগান্তিতে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২০ পিএম, ২০ জুলাই ২০২০

গত রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিতে রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন স্থানে ও মূল সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকে দুর্ভোগে পড়েছেন কাজে বের হওয়া মানুষরা। অনেক স্থানে রাস্তা ও ফুটপাত তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সোমবার (২০ জুলাই) মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

মিরপুরের প্রধান সড়কগুলোতে দেখা গেছে হাঁটু পানি। পানিতে ডুবে থাকা সড়কের মধ্য দিয়ে যখন যানবাহন চলছে তখনই সড়কে আঁচড়ে পড়েছ ঢেউ। মেট্রোরেলের নির্মাণকাজে সড়কের খানাখন্দ ও ভাঙা রাস্তাগুলোতে বৃষ্টির পানি জমাট হয়ে মানুষ ও যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

Mirpur-(3).jpg

শেওড়াপাড়ায় বসবাসকারী ইউসুফ আবু সালেহ বলেন, ‘মেট্রোরেলের নির্মাণকাজের কারণে মিরপুর এখন জলাবদ্ধতার একটা স্থায়ী স্থান হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি এলেই মিরপুরের শেওড়াপাড়া ও কাজীপাড়া পানিতে ডুবে যায়। এতে আমরা মিরপুরে বসবাসকারীরা পড়েছি চরম ভোগান্তিতে।’

মিরপুরের শাহআলীবাগের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মিরপুরের বাসিন্দাদের জন্য এর প্রভাব একটু বেশি পড়ে। বৃষ্টি শেষ হওয়ার পরও দীর্ঘসময় পানি আটকে থাকে। তীব্র যানজট সৃষ্টি হওয়ায় চলাফেরায় চরম ভোগান্তিতে পড়তে হয়। আজও এর ব্যতিক্রম হয়নি।’

Mirpur-(3).jpg

তিনি বলেন, প্রতি বছর মিরপুরে এমন জলাবদ্ধতা হয় কিন্তু সংশ্লিষ্ট কেউ এর স্থায়ী সমাধান করেন না।

আবহাওয়া অফিসের তথ্যমতে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দুদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। দেশের সব সমুদ্রবন্দরে রয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কতা। এ অবস্থায় আজও দেশের ১৬টি অঞ্চলে দিনের প্রথমভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। সেসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এমএইচএম/এসআর/এমএস

টাইমলাইন

  1. ০৯:২৪ পিএম, ২১ জুলাই ২০২০ যানজট আর ঘিঞ্জির নবাবপুরে থৈ থৈ পানি
  2. ০৭:১৭ পিএম, ২১ জুলাই ২০২০ মিরপুরে মূল সড়ক-অলিগলি জলাবদ্ধ, চরম ভোগান্তি
  3. ০৫:৫৯ পিএম, ২১ জুলাই ২০২০ ‘রাস্তাটুকু পার হয়ে কাপড় চেঞ্জ করে অফিসে যেতে হয়’
  4. ০৪:৩৮ পিএম, ২১ জুলাই ২০২০ দিনভর থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে নগরজীবন
  5. ০৪:৩১ পিএম, ২১ জুলাই ২০২০ কারওয়ান বাজারে পানিতে ভাসছে কুমড়া-কলা-বেগুন
  6. ০৩:৩৭ পিএম, ২১ জুলাই ২০২০ নিউমার্কেটের রাস্তায় ভাসছে ময়লা, ভোগান্তিতে পথচারীরা
  7. ০৫:১৯ পিএম, ২০ জুলাই ২০২০ সেবা সংস্থার অপরিকল্পিত উন্নয়নই নগরবাসীর ভোগান্তি
  8. ০৫:১৮ পিএম, ২০ জুলাই ২০২০ ভাঙা রাস্তায় হাঁটু পানি, দুর্ভোগে চালক-যাত্রী
  9. ০৪:০১ পিএম, ২০ জুলাই ২০২০ বৃষ্টি হলেই জমে হাঁটু পানি
  10. ০৩:২০ পিএম, ২০ জুলাই ২০২০ মিরপুরের প্রধান সড়ক পানিবন্দি, ভোগান্তিতে এলাকাবাসী
  11. ০৩:০০ পিএম, ২০ জুলাই ২০২০ ডুবে গেছে নিউমার্কেট
  12. ০২:৫৩ পিএম, ২০ জুলাই ২০২০ সকাল গড়িয়ে দুপুর, পানি নামেনি ধানমন্ডিতে
  13. ০১:০১ পিএম, ২০ জুলাই ২০২০ বৃষ্টিতে ডুবেছে রাজপথ, কোমর পানিতে রিকশা-ভ্যান
  14. ১২:৩১ পিএম, ২০ জুলাই ২০২০ রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, মানুষের ভোগান্তি
  15. ১২:০৮ পিএম, ২০ জুলাই ২০২০ বাসার নিচতলায়-দোকানপাটে বৃষ্টির পানি