ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৯৯৯-এ কল, ডুবন্ত ট্রলার থেকে জীবিত উদ্ধার ৫ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১৯ জুলাই ২০২০

‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে ফোন কলে একটি নৌ দুর্ঘটনার শিকার ট্রলার থেকে পাঁচ শ্রমিককে জীবন্ত উদ্ধার করেছে নেত্রকোনার কলমাকান্দা ফায়ার সার্ভিস ও থানার পুলিশ।

৯৯৯-এর ইন্সপেক্টর আনোয়ার সাত্তার জানান, গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ৯৯৯ নম্বরে এক কলার নেত্রকোনার কলমাকান্দা থেকে ফোন করে জানান, গৌরডোবা হাওরে একটি বালিবোঝাই ট্রলার ডুবে যাচ্ছে, ট্রলারটিতে বেশ কয়কজন শ্রমিক রয়েছে, ডুবন্ত শ্রমিকরা তাদের উদ্ধারের জন্য চিৎকার করে সাহায্য প্রার্থনা করছিলেন। তিনি ৯৯৯ এর কাছে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

৯৯৯ তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির সাথে নেত্রকোনার কলমাকান্দা থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। একই সাথে নেত্রকোনার ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে ঘটনাটি জানিয়ে উদ্ধার তৎপরতার জন্য অনুরোধ জানানো হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়, পুলিশের সহযোগিতায় ৫ জন শ্রমিককে জীবিত উদ্ধার এবং আক্কাস (৫০) নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাওরে স্রোতের তীব্রতার কারণে উদ্ধার তৎপরতা চালাতে তাদের বেশ বেগ পেতে হয়েছিল। ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

জেইউ/এনএফ/এমকেএইচ/জেআইএম