ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চিকিৎসাসেবা চেয়ে হটলাইনে কলের সংখ্যা লাখের নিচে নামল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৯ জুলাই ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের পর থেকে অনেকটাই স্থবির দেশের চিকিৎসা কার্যক্রম। এ পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতর বেশকিছু হটলাইন নম্বর চালু করে। সেসব নম্বরে ফোন করে করোনাসহ বিভিন্ন অসুখের বিষয়ে পরামর্শ নিচ্ছে দেশের জনগণ। দেশে করোনা সংক্রমণের অল্প দিনের মধ্যে দিনে কল সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায় এসব নম্বরে। একপর্যায়ে তা প্রতিদিন দুই লাখের ওপরে ছাড়িয়ে যায়। তবে সম্প্রতি এসব নম্বরে কল করার পরিমাণ কমেছে। গত ২৪ ঘণ্টায় তা এক লাখের নিচে নেমে এসেছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব কথা বলেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ২৮৩টি ফোনকল গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত ফোনকল গ্রহণ করা হয়েছে এক কোটি ৬৯ লাখ ২৪ হাজার ৬৮১টি। অনলাইন মুক্তপাঠে হটলাইন সেবা দেয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ১৬ হাজার ৪৯৫ জন। গত ২৪ ঘণ্টায় এতে আরও তিনজন যুক্ত হয়েছেন। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন চার হাজার ২১৭ জন চিকিৎসক।’

নাসিমা সুলতানা আরও বলেন, ‘টেলিমেডিসিন সেবায় গত ২৪ ঘণ্টায় করোনাবিষয়ক সেবা গ্রহণ করেছেন চার হাজার ৫২৪ জন। এ পর্যন্ত শুধুমাত্র করোনা স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন ৯৭ হাজার ৭১৬ জন। প্রতিদিন ৩৫ জন চিকিৎসক, ১০ জন স্বাস্থ্য কর্মকর্তা, দুই শিফটে মোট ৯০ জন টেলিমেডিসিনে করোনা সংক্রামক স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন।’

আজকের করোনা পরিস্থিতির তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৯৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৬২৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৪৫৯ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ চার হাজার ৫২৫ জনে।

আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৬১৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫৪৬ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১১ হাজার ৬৪৪ জনে।

পিডি/এসআর/এমকেএইচ