ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় মৃতদের ৮৮ শতাংশই চল্লিশোর্ধ্ব

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১৮ জুলাই ২০২০

বাংলাদেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দুই হাজার ৫৮১ জন। এদের মধ্যে পুরুষ দুই হাজার ৪০ জন এবং নারী ৫৪১ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, মৃতদের মধ্যে পুরুষ ৭৯.০৪ শতাংশ এবং নারী ২০.৯৬ শতাংশ। আর সবচেয়ে বেশি মারা গেছেন চল্লিশোর্ধ্ব বয়সীরা অর্থাৎ মৃতদের ৮৮ শতাংশই চল্লিশোর্ধ্ব।

করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ০ থেকে ১০ বছর বয়সের ১৭ জন (০.৬৬ শতাংশ), ১০ থেকে ২০ বছর বয়সের ২৯ জন (১.১২ শতাংশ), ২১ থেকে ৩০ বছর বয়সের ৭৮ জন (৩.০২ শতাংশ), ৩১ থেকে ৪০ বছর বয়সের ১৮০ জন (৬.৯৭ শতাংশ), ৪১ থেকে ৫০ বছর বয়সে ৩৬৭ জন (১৪.২২ শতাংশ), ৫১ থেকে ৬০ বছর বয়সের ৭৭২ জন (২৯.১১ শতাংশ) এবং ৬০ বছরের বেশি বয়সের ৪৪.০৯ শতাংশ রয়েছেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। শনিবার পর্যন্ত করোনো আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ দুই হাজার ৬৬ জনে। মৃতের সংখ্যা দুই হাজার ৫৮১ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১০ হাজার ৯৮ জনে।

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৫৮১ জন।

একই সময়ে আরও দুই হাজার ৭০৯ জনের দেহে মিলেছে এ ভাইরাস। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ দুই হাজার ৬৬ জনে

এমইউ/বিএ/এমকেএইচ