ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লকডাউন এলাকায় করোনা রোগীদের বাসায় যাচ্ছে মেয়রের উপহার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৮ জুলাই ২০২০

লকডাউন হওয়া রাজধানীর ওয়ারীতে করোনা রোগীদের বাসায় বাসায় পৌঁছে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ফলের ঝুড়ি উপহার।

ডিএসসিসি সূত্র জানায়, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের আরোগ্য কামনায় মেয়র এই উপহার দিচ্ছেন। ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আলোর তত্ত্বাবধানে এবং আইইডিসিআরের স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বেচ্ছাসেবীরা করোনা আক্রান্ত রোগীদের বাসায় এ ফলের ঝুড়ি পৌঁছে দিচ্ছেন।

jagonews24

আনারস, মালটা, জাম্বুরা, আমলকি, পেয়ারা, আমড়া, লেবু ও আম- এই ৮ ধরনের ফল দিয়ে প্রতিটি ঝুড়ি সাজানো হয়েছে।

গত ৪ জুলাই ভোর থেকে ওয়ারীর সুনির্দিষ্ট কিছু এলাকায় ২১ দিনের জন্য লকডাউন শুরু হয়েছে। লকডাউন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সব মিলিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত ৭৭ জন রোগী শনাক্ত হয়েছেন এলাকাটিতে। এর মধ্যে আজ ৩০ জনের বাসায় ডিএসসিসি মেয়রের উপহারসামগ্রী হিসেবে ফলের ঝুড়ি পাঠানো হয়। বাকি রোগীদের বাসায় আগামীকাল এই উপহারসামগ্রী পাঠানো হবে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত যারা নতুন করে আক্রান্ত হবেন তাদের বাসায়ও ডিএসসিসি মেয়রের ফলের ঝুড়ি পাঠানো অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি সূত্র।

jagonews24

এ ছাড়া লকডাউন এলাকার বাসিন্দাদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সরবরাহের পাশাপাশি প্রতিদিন ৬০০ মানুষের কাছে তিন বেলা খাবার পৌঁছে দেয়া হচ্ছে এবং প্রতিদিন ৩০০ পরিবারের জন্য বিনামূল্যে সবজি সরবরাহ করা হচ্ছে।

এএস/জেডএ/এমকেএইচ