ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তথ্য ক্যাডারের কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ করোনামুক্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৮ জুলাই ২০২০

বিসিএস (তথ্য) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ কোভিড-১৯ জয় করেছেন। তিনি এখন বাসায় আছেন। তবে তার শরীর খুবই দুর্বল। আক্রান্ত হওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি হয়ে ভেন্টিলেশনে ছিলেন।

বিসিএস তথ্য ক্যাডারের ৩৩ ব্যাচের কর্মকর্তা মো. নুরুল আবছার জাগো নিউজকে আজ শনিবার এ তথ্য জানান। তিনি বলেন, স্যারের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। সেই অবস্থা থেকে তিনি পরিত্রাণ পেয়েছেন।

করোনার এই ক্রান্তিকালে তার পাশে থেকে সহযোগিতা করার জন্য তিনি সহকর্মীদের কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমেদ গত ১৪ জুন সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

এইচএস/এসএইচএস/এমকেএইচ