ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা : চিকিৎসা সামগ্রী দিল বিএমএ’র নর্থ আমেরিকা শাখা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৭ জুলাই ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সহায়তায় চিকিৎসা সামগ্রী অনুদান দিয়েছে নর্থ আমেরিকার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) শাখা।

চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে- ২০টি অক্সিজেন কনসেনট্রেটর ও ১০টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা। ঢাকার বিভিন্ন করোনা ডেডিকেটেড হাসপাতালে অনুদান হিসেবে দেয়া হয়েছে এসব।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ে নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এ অনুদানের জন্য তিনি নর্থ আমেরিকা বিএমএ শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এদিকে, ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫১ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। ফলে করোনায় মোট মারা গেলেন দুই হাজার ৫৪৭ জন। গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৩৪ জনের দেহে মিলেছে এ ভাইরাস। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে।

এমইউ/এফআর/পিআর