খাদ্যমন্ত্রীর সঙ্গে শ্রীলংকার হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ইয়াসজা কে ঘুনাসেকারা খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। খাদ্য মন্ত্রণালয়ে মঙ্গলবার তারা বৈঠক করেন।
আলোচনার শুরুতেই হাইকমিশনার শ্রীলংকার ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশ চাল রফতানি করে সহযোগিতা করায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলামকে ধন্যবাদ জানান। বাংলাদেশ অতি স্বল্প সময়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করায় তিনি বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।
খাদ্যমন্ত্রী চাল রফতানির অভিপ্রায় ব্যক্ত করে বলেন, বর্তমানে চাল রফতানি করার মতো পর্যাপ্ত মজুদ সরকারের রয়েছে। ভবিষ্যতেও শ্রীলংকায় চালের সংকট দেখা দিলে বাংলাদেশ পাশে থাকবে বলে খাদ্যমন্ত্রী হাইকমিশনারকে আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক দ্বিপক্ষীয় বহু বিষয় নিয়ে আলোচনা করা হয়। উভয়েই আঞ্চলিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব বেগম মুশফেকা ইকফাৎ, খাদ্য অধিদফতরের পরিচালক এলাহী দাদ খান উপস্থিত ছিলেন।
এসএ/এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ শ্রমিকদের সমস্যাগুলো শুনে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শ্রম উপদেষ্টা
- ২ সিলেটে আমেরিকান কর্নার উদ্বোধন যুক্তরাষ্ট্র দূতাবাসের
- ৩ জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা
- ৪ সংস্কার কমিশন প্রধানদের মর্যাদা-সুবিধা, সদস্যদের সম্মানী নির্ধারণ
- ৫ ‘বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে শিগগির সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ’