২২ জুলাই বিমানের ফ্লাইট, যাবেন মালয়েশিয়ান ও সেকেন্ড হোমের মালিকরা
আগামী ২২ জুলাই ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটে ঢাকা থেকে কুয়ালালামপুরে যেতে পারবেন মালয়েশিয়ান নাগরিক, মালয়েশিয়ায় সেকেন্ড হোমের মালিক ও দেশটির সরকার অনুমোদিত বাংলাদেশিরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
বিমান জানিয়েছেন, ভ্রমণের পূর্বশর্ত হিসেবে কোভিড -১৯ নেগেটিভ থাকতে হবে। এছাড়াও সেদেশে ল্যান্ডিংয়ের জন্য মানতে হবে মালয়েশিয়া সরকারের স্বাস্থ্যবিধি।
ফ্লাইটে ইকোনমি ক্লাসে ভাড়া ২৮ হাজার ৫৭ টাকা এবং বিজনেস ক্লাসে ৪৫ হাজার ৬৭ টাকা। টিকিট কেনা যাবে বিমানের মতিঝিল, চট্টগ্রাম ও সিলেটের সেলস অফিস থেকে।
ফ্লাইটের বিষয়ে বিস্তারিত তথ্য বিমান বাংলাদেশের ওয়েবসাইট থেকে জানা যাবে।
এআর/এমএফ/পিআর