ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হোসনি দালানের ঘটনা তদন্তে অগ্রগতি নেই : র‌্যাব

প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২৭ অক্টোবর ২০১৫

রাজধানীর হোসনি দালানে গ্রেনেড হামলার ঘটনার তদন্তে বিশেষ কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত হোসনি দালান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর একথা জানান, র‌্যাব ১০ এর অধিনায়ক (সিও) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।

তিনি বলেন, হোসনি দালানের কবরস্থানের পাশে ওই রাতে আলো কম ছিল। সেদিন পশ্চিম-উত্তর কর্নারের দারুল কোরআন শেফা অ্যান্ড ডেন্টাল ক্লিনিক নামের একটি ছোট ভবনের উপর থেকে তিনটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বাকি ২টা কোথা থেকে এসেছে সে সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। এ ঘটনায় বিশেষ কোনে অগ্রগতি হয়নি বলেও জানান তিনি।

জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ঘটনায় আটক তিনজন এরসঙ্গে জড়িত কি না তা এখনো নিশ্চিত না। তাদের চলাফেরা সন্দেহজনক হওয়ায় আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি।

rab
তিনি আরো বলেন, জড়িতদের ছোট করে দেখার কিছু নেই তারা অবশ্যই শক্তিশালী। হোসনি দালানে হামলার মধ্য দিয়ে তারা ফায়দা হাসিলের চেষ্টা করেছিলো।

এর আগে পুরো হোসনি দালান এলাকা ঘুরে দেখেন তিনি সেইসঙ্গে সিসি টিভির অবস্থান ও ফুটেজ পর্যবেক্ষণ করেন।

জেইউ/এসএইচএস/আরআইপি