ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুরান ঢাকার বাল্ব কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৪ জুলাই ২০২০

পুরান ঢাকার আলুবাজারের একটি বাল্ব কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টা ২২ মিনিটে আলুবাজারের সুরিটোলা স্কুলের পাশের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগুনের খবর পাওয়া মাত্র চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। সর্বশেষ রাত ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো বার্তা পাওয়া যায়নি।

এ পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করবেন বলেও জানান তিনি।

এআর/এফআর/এমএস