হোসনি দালানে যাচ্ছেন পুলিশের তদন্ত দল
রাজধানী পুরান ঢাকায় হোসনি দালানে বিস্ফোরণের ঘটনাস্থলে যাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তদন্ত দল। জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টায় ঘটনাস্থল থেকে নতুন করে আলামত সংগ্রহ করতে পারে তদন্ত দলটি।
তদন্ত দলে রয়েছেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মারুফ হাসান, ডিএমপির যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ।
ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স) এস এম জাহাঙ্গীর আলম সরকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে সিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে হোসনি দালানের মূল ফটকের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার তদন্তে র্যাব, ডিএমপি, ডিবি পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে।
এআর/আরএস/আরআইপি