ফরিদপুর মেডিকেলের ডা. শফিককে ঢাকায় এনে কুয়েত মৈত্রীতে ভর্তি
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শফিক উর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ফরিদপুর থেকে তাকে নিয়ে রওনা হয়ে বিকেল ৪টা ৩৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। পরে সেখান থেকে তাকে উত্তরার ওই হাসপাতালে ভর্তি করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। মারা গেছেন দুই হাজার ৩৯১ জন। সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন। আক্রান্তদের মধ্যে বিপুলসংখ্যক চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন। মৃতদের মধ্যেও রয়েছেন অনেক চিকিৎসক।
জেপি/এইচএ/এমকেএইচ