ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব সস্ত্রীক করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৮ এএম, ১২ জুলাই ২০২০

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস সস্ত্রীক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

রোববার (১২ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় তিনি স্ত্রীসহ ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন। এরপর ৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।

লেজিসলেটিভ সচিব নরেন দাস বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে এবং তার স্ত্রী কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এই রোগ থেকে দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরএমএম/এসআর/পিআর