ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢামেকের করোনা ইউনিটে ২ দিনে আরও ২২ জনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০১:২৮ এএম, ১২ জুলাই ২০২০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত দু’দিনে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৭ জন। বাকি ১৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

শুক্র ও শনিবার (১০ ও ১১ জুলাই) এই দু’দিনে তাদের মৃত্যু হয়েছে বলে ঢামেক হাসপাতালের মর্গ সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, শুক্রবার থেকে শনিবার ১২টা পর্যন্ত ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু হয়েছে। এর ৭ জন করোনা পজিটিভ এবং বাকি ১৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুরা হলেন- ঢাকার স্বপন সিদ্দিক (৬০), ঢাকার সামচুল আলম (৫২), ঢাকার রবি ঘোষ (৭১), ঢাকার আমিনুল ইসলাম (৭০), চাঁদপুরের তানজিলা আক্তার (১২), চাঁদপুরের সেলিনা বেগম (৪০) ও কুমিল্লার রফিকুল ইসলাম (৬০)।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৩০৫ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৬৮৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৮১ হাজার ১২৯ জনে।

এফআর