আবারো ৪৮ ঘণ্টার হরতাল দিলো জামায়াত
বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জামায়াত। এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডেকেছিল দলটি।
জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায়ের প্রতিবাদে বৃস্পতিবার হরতালের ডাক দেওয়া হয়েছিল।
তবে সোমবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রাখায় বৃহস্পতিবারের সঙ্গে বুধবারও হরতাল ঘোষণা করে জামায়াত।
এর আগে মুহাম্মদ কামারুজ্জামানকে ফাঁসি দিলে আগামী রোব ও সোমবার হরতাল দেওয়া হতে পারে বলে আভাস দিয়েছিল জামায়াত সূত্র।