ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা শনাক্তে আইসিডিডিআরবিতে চালু হলো আরও একটি পরীক্ষাগার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৮ জুলাই ২০২০

করোনা শনাক্তে সরকারি সহায়তায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) একটি পিসিআর পরীক্ষাগার প্রথম থেকেই পরিচালনা করছে। তারা নিজস্ব ব্যবস্থাপনায় আরও একটি পিসিআর পরীক্ষাগার চালু করেছে। সেটি হলো আইসিডিডিআরবি মনিকুলার ডায়াগনস্টিক ল্যাবরেটরি। এ নিয়ে বর্তমানে করোনা শনাক্তে পরীক্ষাগারের সংখ্যা দাঁড়ালো ৭৫টিতে।

বুধবার (৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরও জানান, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৫ হাজার ৬৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো আট লাখ ৮৯ হাজার ১৫২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৮৯ জন। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭২ হাজার ১৩৪ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৪ জন। এ নিয়ে মোট মারা গেছেন দুই হাজার ১৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩৬ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০ হাজার ৮৩৮ জনে।

পিডি/এএইচ/এমএস