ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ

প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৬ অক্টোবর ২০১৫

দেশের পাশাপাশি বিদেশে বাংলাদেশি শ্রমিকদের শ্রমবাজার বাড়াতে প্রশাসনকে কাজ করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। বিদেশিদের চাহিদা মোতাবেক দক্ষ শ্রমিক তৈরিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিতেও নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এমন নির্দেশনা দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের বিদায়ী সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ এবং অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের কাজে সন্তুষ্ট। তবে আরো উন্নতি করতে বলেছে।

সচিব বলেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনকে আরো তৎপর হতে অনুশাসন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন সন্তোষজনক হলেও তা বাড়াতে বলা হয়েছে।

তিনি বলেন, মন্ত্রিসভা বলেছে- গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের গ্রামে থাকার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিশ্চিত করতে হবে। বই বিতরণ অব্যাহত রেখে শিক্ষার গুণগত মান আরো বাড়াতে হবে। বিকল্প জ্বালানি ব্যবহার বাড়াতে হবে। এছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তি নির্ভর প্রশাসন তৈরি করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, প্রশাসনে ই-ফাইলিং বাড়াতে অনুশাসন এসেছে সোমবারের মন্ত্রিসভা থেকে। একই সঙ্গে জনগণের অভিযোগ ও সেবা দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে।

এসএ/একে/এমএস