ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আইন শৃংখলা পরিস্থিতি উন্নতির নির্দেশ

প্রকাশিত: ১০:২৯ এএম, ২৬ অক্টোবর ২০১৫

আইন শৃংখলা পরিস্থিতির আরো উন্নয়ন ঘটাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বর্তমানে আইন শৃংখলা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক আছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে বৈঠকের একটি সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিসভার সদস্যরাও প্রধানমন্ত্রীর নির্দেশনার সঙ্গে একমত হয়ে  স্বরাষ্ট্রমন্ত্রীকে একই পরামর্শ দিয়েছেন।

মন্ত্রিসভার একজন্য প্রভাবশালী সদস্য জাগো নিউজকে বলেন, আমাদের পর্যালোচনায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে এর আরো উন্নয়ন করতে হবে। তাই আসাদুজ্জামান খান কামালকে এব্যাপারে আরো পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

তবে হোসেনি দালালে বোমা হামলাসহ সাম্প্রতিক আইন শৃংখলা নিয়ে আর কোনো আলোচনা হয়েছে কিনা তা জানাতে চাননি ওই সূত্রটি।

এছাড়া বৈঠকে পাট খাত নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নেতিবাচক মন্তব্যের বিরোধিতা করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে অর্থমন্ত্রী বলেন, পাট খাত ভালো করছে না। শুধু শুধু এখানে অর্থ ব্যয় হচ্ছে। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, পাট খাত গুরুত্বপূর্ণ খাত। এর সঙ্গে দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ জড়িত। তাই এ খাতকে এগিয়ে নিতে হবে।

এসএ/একে/এমএস