ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আহছানিয়া মিশন হাসপাতালে স্থাপন হলো করোনা পরীক্ষাগার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৭ জুলাই ২০২০

দেশে করোনা শনাক্তে বেসরকারি পর্যায়ে আরও একটি পিসিআর পরীক্ষাগার (ল্যাব) সংযোজন করা হয়েছে। সেটি স্থাপিত হয়েছে আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে। এ নিয়ে মোট পিসিআর পরীক্ষাগারের সংখ্যা দাঁড়াল ৭৪টি।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

৭৪টি পরীক্ষাগারের তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৪৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৭৩টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো আট লাখ ৭৩ হাজার ৪৮০টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৭ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ১৫১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯৫৩ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ১০২ জনে।

মঙ্গলবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৩১ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৩১ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

পিডি/এমএসএইচ/এমকেএইচ