ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনার উপসর্গ নিয়ে গ্রামীণফোন কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০২:২৪ পিএম, ০৬ জুলাই ২০২০

চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন গ্রামীণফোনের কর্মকর্তা মির্জা আশেক মাহমুদ (৩৮)। রোববার (৬ জুলাই) দিবাগত মধ্যরাতে মৃত্যু হয় তার। উপসর্গ থাকলেও করোনার নমুনা পরীক্ষায় তার ফল নেগেটিভ ছিল বলে জানা গেছে।

তার বড় ভাই চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ জানান, করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় আশেক মাহমুদের রিপোর্ট নেগেটিভ আসে। তবে তার জ্বর ও শ্বাসকষ্ট হঠাৎ তীব্র হয়ে উঠলে তাকে দ্রুত আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

মির্জা আশেক মাহমুদ গ্রামীণ ফোনের সিনিয়র কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। আশেক মাহমুদের গ্রামের বাড়ি ফেনী হলেও ছোট বেলা থেকে চট্টগ্রামেই তার বেড়ে ওঠা। পরিবার নিয়ে থাকতেন নগরীর লালখান বাজার বাসায়। চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ তার খালু।

আশেক মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ। প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

আবু আজাদ/এনএফ/এমকেএইচ