রোগী নিয়ে ভোগান্তি, হাসপাতালের তথ্য মিলবে এই চার নম্বরে
করোনা আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের বড় অভিযোগ রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়ালেও শয্যা খালি নেই এ অজুহাতে সরকারি ও বেসরকারি উভয় হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ভর্তি করতে চায় না। এ ব্যাপারে মানুষের ভোগান্তি কমাতে হাসপাতাল সংক্রান্ত তথ্য পেতে চারটি মোবাইল নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নম্বরগুলো হলো- ০১৩১৩৭৯১১৩৮ থেকে ০১৩১৩৭৯১১৪০ পর্যন্ত এবং ০১৩১৩৭৯১১৩০।
করোনা আক্রান্ত রোগীদের জন্য রাজধানী ঢাকায় সাধারণ শয্যা সংখ্যা রয়েছে ৬ হাজার ৭৫টি এবং আইসিইউ শয্যা সংখ্যা ১৪৯টি। সারাদেশে সাধারণ শয্যা সংখ্যা ১৪ হাজার ৭৫টি।সারাদেশে আইসিইউ শয্যা সংখ্যা ৪০১টি।
বর্তমানে সারাদেশে সাধারণ শয্যায় ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭ হাজার ১১৩ জন এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ৩৫৫ জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭১৭ জন এবং ছাড় পেয়েছেন ৭৬৪ জন।
এমইউ/এনএফ/এমএস