ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহজালালে বিশেষ সতর্কতা

প্রকাশিত: ০৬:২৪ এএম, ২৬ অক্টোবর ২০১৫

নাশকতামূলক হামলার আশঙ্কায় হযরত শাহ্জালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিমানবন্দরের অ্যারাইভাল এবং ডিপার্চার কনকর সেলে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

Readalart

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল জাগো নিউজকে জানান, সকাল থেকে বিমানবন্দরের ভেতরে যাত্রী ছাড়া কোন দর্শনার্থী প্রবেশ করতে না দেয়ার নির্দেশ পাওয়া গেছে। সে অনুযায়ী আমরা যাত্রী ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছি না।

Readalart

এয়ারপোর্ট এপিবিএনের মুখপাত্র তানজিনা আক্তার জাগো নিউজকে বলেন, পুলিশ হেড কোয়ার্টার্স থেকে মৌখিকভাবে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। এর পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Readalart

শাহজালালের দর্শনার্থী প্রবেশ সংক্রান্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তালহা ট্রেডার্সের পরিচালক আবদুল ওয়াহীদ জাগো নিউজকে জানান, বিমানবন্দরের ভেতরে প্রবেশের জন্য আমরা ৩০০ টাকা করে টিকিট বিক্রি করে থাকি। তবে আজ সকাল ১০টা থেকে টিকিট বিক্রি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

এআর/এআরএস/পিআর