ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তালাকের এক মাসের মাথায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৩ জুলাই ২০২০

রাজধানীর মোহাম্মদপুরে তালাকপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে ঝর্ণা আক্তার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ঝর্ণার স্বামী সোহাগ।

শুক্রবার (৩ জুলাই) ভোরে মোহাম্মদপুরের রায়ের বাজারের মেকআপ রোড এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জাগো নিউজকে বলেন, ঝর্ণা এক মাস আগে সোহাগকে তালাক দেন। তার আগে এ দম্পতি মোহাম্মদপুরের সাদেক খান রোডের পাশে মেকআপ রোডের একটি বাড়ির নিচতলায় থাকতেন। তালাক দেয়ার পর ঝর্ণা ওই বাসায় থাকলেও সোহাগ চলে যান নিজের মা-বাবার বাসায়।

ওসি বলেন, প্রাথমিকভাবে জানতে পেয়েছি, আজ ভোরের দিকে ওই বাসায় ঝর্ণাকে শিল (মশলা বাটার শিলপাটা) দিয়ে মাথায় আঘাত করেন সোহাগ। পরে শরীরের বিভিন্ন স্থানে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিল ও রক্তাক্ত ছুরি জব্দ করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। সোহাগের বাড়ি মাদারীপুরের শিবচরে। আর ঝর্ণার বাড়ি বরিশালের মুলাদীতে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত জানারও চেষ্টা চলছে। সোহাগকে গ্রেফতারের জন্যও পুলিশ অভিযান চালাচ্ছে।

জেইউ/এইচএ/জেআইএম