ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ময়মনসিংহ মেডিকেলের অধ্যক্ষকে ঢাকায় আনা হয়েছে, ল্যাবএইডে ভর্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:২১ পিএম, ০২ জুলাই ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, ডা. চিত্তরঞ্জন দেবনাথকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, ডা. চিত্তরঞ্জন দেবনাথ ও তার স্ত্রী ডা. মঞ্জু রাণী দেবনাথ ৩০ জুন করোনা আক্রান্ত হওয়ার পর নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। কিন্তু আজ বিকেলে চিত্তরঞ্জন দেবনাথ ময়মনসিংহ করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, ডা. চিত্তরঞ্জন দেবনাথ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের দায়িত্বে ছিলেন। শুরু থেকেই নিজের জীবন বাজি রেখে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

জেপি/বিএ