রাষ্ট্রপতির সঙ্গে বিইউপি উপাচার্যের সাক্ষাৎ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনায় রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসূচি এবং অবকাঠামা উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তিনি রাষ্ট্রপতিকে জানান যে, বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে ১৩টি, স্নাতক পর্যায়ে ১৬টি, চিকিৎসা বিজ্ঞানে সাতটি বিভাগ রয়েছে। বিশ্ববিদ্যালয় আরো ২২টি বিভাগ খোলার পরিকল্পনা করছে যেখানে ১২ হাজার শিক্ষার্থী শিক্ষা লাভের সুযোগ পাবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বিইউপির সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং গবেষণামূলক কাজে গুরুত্ব দেয়ার পরামর্শ দেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক