ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সস্ত্রীক করোনায় আক্রান্ত তথ্য ক্যাডারের কর্মকর্তা ইফফাতুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০২ পিএম, ০২ জুলাই ২০২০

বিসিএস (তথ্য) ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা ইফফাতুর রহমান ও তার স্ত্রী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিসিএস (তথ্য) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা মো. নুরুল আবছার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

ইফফাতুর রহমান বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক পদে কর্মরত। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। সবার কাছে দোয়া চেয়েছেন ইফফাতুর রহমান।

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ এবং এতে মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ১৯ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৩ হাজার ২৭৭ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৯২৬ জনের।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এইচএস/এমএসএইচ/এমকেএইচ