আক্রান্ত চিকিৎসক-নার্সদের জন্য কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা
বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালনে করোনায় আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সার্বিক সহযোগিতা দিতে 'কুইক রেসপন্স টিম' গঠনের নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
১ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (প্রশাসন-২ শাখা) উপসচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে অনুরোধক্রমে এ নির্দেশনা জারি করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করতে গিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন। তাদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সর্বশেষ ১ জুলাইয়ের পরিসংখ্যান অনুসারে রাজধানীসহ সারা দেশের ১ হাজার ৬১৩ জন চিকিৎসক, ১ হাজার ৩২০ জন নার্স এবং ১ হাজার ৮৬৮ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।
এমইউ/জেডএ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ আজম-পলক পরিবারের ১৩৬ ব্যাংক হিসাব, হাজার কোটির অস্বাভাবিক লেনদেন
- ২ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ৩ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের
- ৪ দেড় শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সার্ভিস বোট, পরে উদ্ধার
- ৫ শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ