ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আক্রান্ত চিকিৎসক-নার্সদের জন্য কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০২ জুলাই ২০২০

বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালনে করোনায় আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সার্বিক সহযোগিতা দিতে 'কুইক রেসপন্স টিম' গঠনের নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

১ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (প্রশাসন-২ শাখা) উপসচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে অনুরোধক্রমে এ নির্দেশনা জারি করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করতে গিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন। তাদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সর্বশেষ ১ জুলাইয়ের পরিসংখ্যান অনুসারে রাজধানীসহ সারা দেশের ১ হাজার ৬১৩ জন চিকিৎসক, ১ হাজার ৩২০ জন নার্স এবং ১ হাজার ৮৬৮ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

এমইউ/জেডএ/পিআর