পুনরায় ওমান এয়ারের ঢাকা-মাস্কাট ফ্লাইট চালু
উন্নত যাত্রীসেবার অঙ্গীকার নিয়ে পুনরায় চালু হলো ওমান এয়ারের ঢাকা-মাস্কাট ফ্লাইট। রোববার সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আনুষ্ঠানিকভাবে এ ফ্লাইটের উদ্বোধন করেন। ওমান এয়ার ওমানের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা। এর আগে ১৯৯৯ সালে সংস্থাটি এ রুটে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল।
জানা গেছে, রোববার থেকে ঢাকা-মাস্কাট রুটে সপ্তাহে চারটি ফ্লাইট চালাবে ওমান এয়ার। রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনসটি। যাত্রী চাহিদা বাড়লে আগামী ১ ডিসেম্বর থেকে সংখ্যা বাড়িয়ে সপ্তাহে ছয়টি ফ্লাইট করবে।
এয়ারলাইনসটির স্থানীয় জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে নিযুক্ত হয়েছে এয়ার গ্যালাক্সি। এছাড়া কার্গো পরিবহনে স্থানীয় জিএসএ হিসেবে কাজ করবে এক্সপো গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান অ্যালাইড অ্যাভিয়েশন।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ওমান এয়ার চট্টগ্রাম-মাস্কাট রুটে প্রতিদিন একটি করে ওমান কার্যক্রম চালিয়ে আসছে। মাস্কাটসহ কানেক্টিং ফ্লাইটে যাত্রী বাড়ায় এবার ঢাকা-মাস্কাট রুটেও সরাসরি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সটি।
আরএম/এআরএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা