ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জেলার শিল্পকলা মিলনায়তন সম্পর্কে জানতে চায় সংসদীয় কমিটি

প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৫ অক্টোবর ২০১৫

দেশের প্রতিটি জেলা-উপজেলার শিল্পকলার মিলনায়তন সম্পর্কে জানতে চেয়েছে সংসদীয় কমিটি। শিল্পকলা একাডেমির আওতাধীন যে সকল জেলায় এবং উপজেলায় শিল্পকলা একাডেমির মিলনায়তন ব্যবহারের অনুপযোগী সেসবের তালিকা চেয়েছে কমিটি।

এছাড়া যে জেলায় এবং উপজেলায় শিল্পকলা একাডেমির অডিটরিয়াম নাই সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করে একটি প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১০ম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর, কাজী কেরামত আলী, পংকজ নাথ, পিনু খান  এবং জেবুন্নেছা আফরোজ বৈঠকে অংশ নেন।

বৈঠকে আরকাইভস ও গ্রন্থাগার অধিদফতরের জন্য খসড়া আইন প্রণয়নের অগ্রগতি, উপজেলা পর্যায়ে সরকারি গণগ্রন্থাগার স্থাপনের অগ্রগতি এবং বিদেশে সাংস্কৃতিক টিম পাঠানোর ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক টিমকে অগ্রাধিকার প্রদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে জানানো হয়, আরকাইভস ও জাতীয় গ্রন্থাগার আইন-২০১৫ এর খসড়া আইন প্রণয়নের জন্য সংশোধন,পরিবর্তন ও পরিবর্ধনপূর্বক প্রফেশনাল বডি/স্টেকহোল্ডারদের সমন্বয়ে কমিটি কর্তৃক চূড়ান্ত করা হয়েছে, যা যতদ্রুত সম্ভব মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।
        
এইচএস/একে/এমএস