ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বেগম রোকেয়া পদক ২০২০ এর জন্য মনোনয়ন আহ্বান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০১ জুলাই ২০২০

প্রতি বছর ৯ ডিসেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন ও ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হয়ে থাকে। বেগম রোকেয়া পদক, ২০২০ প্রদানেরর জন্য বাংলাদেশি নারীদের দরখাস্ত আহ্বান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১ জুলাই) মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় ‘নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নে’ অবদানের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বাংলাদেশি নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২০’ প্রদান করা হবে। বেগম রোকেয়া পদক (সংশোধিত) নীতিমালা ২০১৭ মোতাবেক উল্লেখিত যেকোনো ক্ষেত্রে অবদান রেখেছে এমন বাংলাদেশি নারীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং মহিলা বিষয়ক অধিদফতরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। নির্ধারিত ‘ছক’ ব্যতীত অন্য কোনো ‘ছক’-এ আবেদন/মনোনয়ন গ্রহণ করা হবে না।

পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখপূর্বক আগামী ৩১ জুলাই ২০২০ তারিখের মধ্যে নির্ধারিত ‘ছক’ অনুযায়ী সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পাঠাতে হবে। সফট কপি ই-মেইলে ([email protected]) পাঠানো যাবে।

এমইউএইচ/এসএইচএস/এমকেএইচ