ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পাটকল শ্রমিকদের সরকারের সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২৯ জুন ২০২০

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীন রাষ্ট্রায়ত্ত পাটকলে গোল্ডেন হ্যান্ডশেক প্রক্রিয়ায় সরকারের নেয়া সিদ্ধান্ত শ্রমিকদের শান্তিপূর্ণভাবে মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

সোমবার (২৯ জুন) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, কোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত হোক প্রধানমন্ত্রী তা কখনো চান না। পাটকল শ্রমিকদের কল্যাণ এবং এ শিল্পের উন্নয়নের কথা ভেবেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আশা করি শ্রমিকরা সরকারের এ সিদ্ধান্ত শান্তিপূর্ণভাবে মেনে নেবেন এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবেন।

তিনি বলেন, সরকারের এ সিদ্ধান্তের ফলে অবসায়নের পর মিলগুলো সরকারি নিয়ন্ত্রণে পিপিপি/যৌথ উদ্যোগ/জিটুজি/লিজ মডেলে পরিচালনার উদ্যোগ নেয়া হবে। নতুন মডেলে পুনঃচালুকৃত মিলে অবসায়নকৃত বর্তমান শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবে। একই সঙ্গে এসব মিলে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।

সভায় শ্রমিক নেতারা ২০১৫ সালের মজুরি কাঠামো বাস্তবায়নের পর বিজেএমসির তিনটি সার্কুলারের বিষয়ে আপত্তি তুললে প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকের ন্যায্য পাওনা আদায়ে শ্রম মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে। কোনো শ্রমিক তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হোক সরকার তা চায় না। সরকারের ঘোষণা অনুযায়ী, ২০১৪ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদের (৮ হাজার ৯৫৪ জন) প্রাপ্য সব বকেয়া, বর্তমানে কর্মরত শ্রমিকদের (২৪ হাজার ৮৮৬ জন) প্রাপ্য বকেয়া মজুরি, শ্রমিকদের পিএফ জমা, গ্র্যাচুইটি এবং সেই সঙ্গে গ্র্যাচুইটির সর্বোচ্চ ২৭ শতাংশ হারে অবসায়ন সুবিধা একসঙ্গে আগামী সেপ্টেম্বরে শতভাগ পরিশোধ করবে। এজন্য সরকার আগামী অর্থবছরের বাজেট থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা প্রদান করবে।

সভায় মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, শিল্প পুলিশের মহাপরিচালক মো. আব্দুস সালাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. ফজলুল হক মন্টু, প্লাটিনাম জুট মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সিবিএ সভাপতি শাহনাজ শারমিন, পাটকল শ্রমিক নেতা মোহাম্মদ আলী, আব্দুল হামিদ, আওরগজেব আজাদী, শরিফুল ইসলামসহ সারাদেশের পাটকল নেতারা অংশ নেন।

আরএমএম/এমএফ/এমএস