ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আনসারে করোনা আক্রান্ত ৬৫৭, ঢাকাতেই ৪০৭ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০১ এএম, ২৯ জুন ২০২০

বৈশ্বিক মহামারি করোনায় বাহিনীর দায়িত্ব এবং নাগরিক সুরক্ষা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আরও ১৫ সদস্য আক্রান্ত হয়েছেন।

নতুন করে আক্রান্ত এই ১৫জনসহ বাহিনীর করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৫৭ জন। এর মধ্যে রোববার (২৮ জুন) সন্ধ্যা পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬৬ জন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা যুদ্ধে সম্মুখভাগে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে আনসার বাহিনীতে। এর পাশাপাশি এ বাহিনীতে সুস্থতার হারও চোখে পড়ার মতো।

রোববার (২৮ জুন) পর্যন্ত বাহিনীর নতুন আক্রান্ত ১৫ জন। মোট আক্রান্ত ৬৫৭ জন। আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা ৭ জন, ব্যাটালিয়ন আনসার ২১৪ জন, মহিলা আনসার ৩ জন, সাধারণ আনসার ৪০৭ জন, কর্মচারী ৫ জন, ভিডিপি সদস্য ৯ জন, বিশেষ আনসার ৪ জন, উপজেলা প্রশিক্ষক ২ জন, উপজেলা প্রশিক্ষিকা ২ জন এবং হিল আনসার ৪ জন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৪০৭ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ২৫০ জন।

এ পর্যন্ত কর্মকর্তাসহ মোট ৩৬৬ জন সদস্য সুস্থ হয়েছেন, সুস্থতার হার ৫৫ শতাংশের চেয়ে বেশি। সুস্থ হয়েছেন কর্মকর্তা ২ জন, ব্যাটালিয়ন আনসার ৯৬ জন, সাধারণ আনসার ২৫৯ জন, কর্মচারী ২ জন, মহিলা আনসার ২ জন, ভিডিপি সদস্য ১ জন, উপজেলা আনসার কমান্ডার ১ জন এবং বিশেষ আনসার ৩ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় শতভাগ সুস্থ সদস্যরাই কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করেছেন। কোয়ারেন্টাইনে আছেন ১৪১ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৭ জন সদস্য। করোনায় আক্রান্ত হয়ে এ বাহিনীতে মৃত্যুবরণ করেছেন তিন জন।

তিনি বলেন, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ সম্মুখভাগে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের প্রতি বিশেষ নজরদারী বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি আক্রান্ত সদস্যদের দ্রুত সুস্থ করে তোলার বিষয়েও তিনি সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।

জেইউ/এনএফ/পিআর