ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা হেলথ বুলেটিনে ফের ডাকা হতে পারে গণমাধ্যমকর্মীদের!

মনিরুজ্জামান উজ্জ্বল | প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৮ জুন ২০২০

করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে আবার গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হতে পারে। করোনা সংক্রমণের প্রথম দিকে প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা সশরীরে উপস্থিত থাকতেন। প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পেতেন। কিন্তু করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় ঝুঁকি এড়াতে অনলাইনে প্রেস ব্রিফিং শুরু হয়। জুম কনফারেন্সে তখনও সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পেতেন। কিন্তু একটা পর্যায়ে স্বাস্থ্য অধিদফতর থেকে ঘোষণা দেয়া হয়, এখন থেকে প্রেস ব্রিফিং নয়, হেলথ বুলেটিন প্রচারিত হবে এবং গণমাধ্যমকর্মীদের কোনো প্রশ্নের জবাব দেয়া হবে না।

গত দুই মাসেরও বেশি সময় ধরে স্বাস্থ্য অধিদফতর থেকে প্রতিদিন দুপুর আড়াইটায় করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিয়মিত হেলথ বুলেটিন অনুষ্ঠিত হলেও গণমাধ্যমকর্মীদের ডাকা হয় না। স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে প্রতিদিন রাজধানীসহ সারাদেশে মহামারি করোনায় সংক্রমিত রোগী, মৃত্যু, সুস্থ, আইসোলেশন ও কোয়ারেন্টাইনসহ বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। করোনাভাইরাস প্রতিরোধে তাদের গৃহীত বিভিন্ন কার্যক্রম সবিস্তারে পাঠ করেন। করোনা পরিস্থিতি নিয়ে সরকার গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের মনে নানা প্রশ্ন থাকলেও তা না পেয়ে অনেক সময় তথ্য-উপাত্ত সঠিকভাবে উপস্থাপিত হয় না বলে মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের দায়িত্বশীল এক কর্মকর্তা জাগো নিউজকে জানান, সীমিত পরিসরে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আবার করোনা পরিস্থিতি সম্পর্ক প্রেস ব্রিফিংয়ের আয়োজনের চিন্তাভাবনা চলছে।

কারণ জানতে চাইলে তারা বলেন, শুরুর দিকে মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে তাদের গৃহীত বিভিন্ন কার্যক্রমে বেশকিছু ভুল ত্রুটি থাকলেও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে জরুরি অবস্থা মোকাবিলায় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। গণমাধ্যমকর্মীরা সশরীরে উপস্থিত না হওয়ার কারণে অনেক ইতিবাচক পদক্ষেপ সঠিকভাবে প্রচার-প্রচারণা পায়নি। অনেক সময় ইতিবাচক পদক্ষেপকেও নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। এসব কারণে তারা ফের গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং করার নতুন করে চিন্তা-ভাবনা করছেন। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রেস ব্রিফিংয়ে সব গণমাধ্যমকে হয়তো নাও ডাকা হতে পারে। প্রথমে সীমিতসংখ্যক গণমাধ্যমকে ডেকে পরিস্থিতি বুঝে তা সবার জন্য উন্মুক্ত করা হতে পারে বলে ওই কর্মকর্তা জানান।

স্বাস্থ্য অধিদফতরের আরেক কর্মকর্তা জানান, দেশে করোনা মোকাবিলা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে ১০টি কমিটি গঠন করেছে অধিদফতর। কমিটিগুলোর একটি হলো তথ্য ব্যবস্থাপনা, গণযোগাযোগ ও কমিউনিটি মোবিলাইজেশন কমিটি। গণমাধ্যমকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে ইতিবাচক প্রচার-প্রচারণার লক্ষ্যে কাজ করবে এ কমিটি।

গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং আয়োজনের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে সীমিত পরিসরে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রেস ব্রিফিংয়ে চিন্তাভাবনা চলছে।

এমইউ/এএইচ/পিআর