ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বেসরকারি কলেজ শিক্ষকদের এমপিওভুক্তির দাবি

প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৫ অক্টোবর ২০১৫

দীর্ঘ দিন ধরে বেসরকারিভাবে পরিচালিত কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পার্যায়ে বাধ্যতামূলকভাবে নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পরিষদ। রোববার জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির আয়োজনে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জনবল কাঠামো না থাকায় এমপিওভুক্ত করা হয় না। কর্মরত শিক্ষকদের এমপিওভুক্ত করতে বার্ষিক আর্থিক সংশ্লিষ্টসহ বিষয়টি শিক্ষা সচিবকে অবহিত করা হয়েছে।

প্রচলিত জনবল কাঠামো পরিবর্তন করে মাউশি কতৃক আর্থিক সংশ্লিষ্ট শিক্ষামন্ত্রণালয়ের বাজেটে পাশ করতে এবং নবম ও দশম জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তারা।

আয়োজক সংগঠনের সভাপতি কাজী মো. ফারুকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মওদুদ আহমেদ, আতাউর রহমান, আনিসুর রহমান, সংগঠনিক সম্পাদক সৌমিত্র প্রমুখ।

এএস/আরএস/পিআর