শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে করোনা রোগী ভর্তি শুরু
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৭ জুন) রাত থেকে ইনস্টিটিউটের অষ্টম ও নবম তলায় দুটি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখন পর্যন্ত পাঁচজন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। ধীরে ধীরে আরও ভর্তি করানো হবে। করোনা রোগীদের চিকিৎসা দিতে আমাদের চিকিৎসক, নার্সসহ স্টাফরা প্রস্তুত আছেন।
মূলত ঢাকা মেডিকেলের অধীনেই করোনা রোগীদের ভর্তি করে চিকিৎসা দেয়া হবে। ওয়ার্ড ও কেবিনসহ আনুমানিক ১০০ কোভিড-১৯ রোগীকে প্রথম পর্যায়ে ভর্তি করে চিকিৎসা দেয়া হবে বলে জানান তিনি।
এমএসএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- ২ নিজের ‘দুর্নীতির অভিযোগ’ নিয়ে যা বললেন দুদকের নতুন চেয়ারম্যান
- ৩ বিআরটিএ পরিচালকের সঙ্গে ট্রান্সপোর্ট রিপোর্টার্স সদস্যদের সাক্ষাৎ
- ৪ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের জন্য বরাদ্দ হচ্ছে অফিস-ল্যাপটপ
- ৫ অপরিকল্পিত উন্নয়ন খাদ্য জোগানে সবচেয়ে বড় বাধা: উপদেষ্টা ফরিদা